সই সে জনা মানুষ নয়।
তার সঞে যদি করিয়ে পিরীতি
না জানি কি জানি হয়।।
হাসি হাসি মোর মুখ নিরখিয়া
মনে মন কথা কয়।
ছায়ার সহিতে ছায়া মিশাইতে
পথের নিকটে রয়।।
সহজে রসের, অকোর কত
ভাবের অঙ্কুর তায়।
বাতাসে বসন উড়িতে আপন
অঙ্গে ঠেকাই যাই।।
ও গীম দোলনি ঠামরু চলনি
রমণী মানস চোর।
জ্ঞানদাস বোলে ভালই বোইলে
মরমে নাগর মোর।।