সকট অসুর দেখি প্রবেসি মন্দিরে।
একেলা পাইয়া তবে চলে ধিরে ধিরে।।
অসুর দেখিয়া হরি হাসিতে লাগিলা।
দেব চক্রপাণি ইহা মনেতে জানিলা।।
বালক-লিলাতে খেলা করে জদুরায়।
মারিতে আইল ইহা জানিল হিয়াঅ।।
দেব দামুদর হাসি খেলায় হরিসে।
হেন বেলে সকট অসুর গেলা শেষে।।
উঠিল অসুর দর্পে উচ্চ পদ দিয়া।
গায় পড়ে এই ভরে মারিব চাপিয়া ।।
জানিঞা সে চক্রপানি অসুরের রিত।
পাএ ঠেলি সকটারে ফেলিল বিদিত।।
বিস্বম্ভর রূপ হঞা নন্দের নন্দনে ।
পদাঘাতে সকট করিল দুইখানে।।
সকটের ঘাতে ভাঙ্গে দধির মোহনা।
দধি দুগ্ধ ভাসি চলে এ কিয়ে জাতনা।।
ঘৃতভাণ্ড তথি ছিল জাএ গড়াগড়ি ।
গোকুলনগর-পুরে শব্দ হইল বড়ি।।
হেন বেলা শব্দ সুনি জসদা জননি।
কি কি বোল বোলে রানি নাহি ফুরে বানি।।
দেখিল সকটাসুর পড়িল সেখানে ।
জাদুরে করিঞা কোলে হরস বদনে ।।
চণ্ডিদাস বলে–‘আগে জাদু কর কোলে।
বিপাক দেখিএ বড় গোকুল-নগরে’।।