সকল গোপিনী মোহিত হইল
দেখিয়া দোঁহার রূপ।
ক্ষেণে ক্ষেণে সুখ আনন্দ বাড়িছে
প্রেমের রসের কূপ।।
হের দেখ দেখি নয়ান ভরিয়া
কি শোভা আনন্দ বড়ি।
এ দুটি নয়ান তা পানে না রহে
পিছলি পড়য়ে ছড়ি।।
কোন সে বিধাতা রূপ নিরমলি
এমন রসের সার।
ও রূপলহরী দেখিতে কে দেখি
কেবল অমিয়া ধার।।
এত দিন বসি গোকুল নগরে
না দেখি এমন জনা।
নিকুঞ্জে শোভল এত রূপ যেন
কেবল কালিয়া সোনা।।
ভাবের আবেশে ও নব নাগরী
সুখের নাহিক সীমা।
চণ্ডীদাস বলে দোঁহার রুপেতে
মোহিত ব্রজের রামা।।