সখিক বচনে ধনি হিয়া আনন্দিত
পিয়ামীলন অভিলাষে।
নয়ন বয়ন পুন সরস বিলোকন
সহচরি পরম উল্লাসে।।
কেহ কঙ্কতি করে কেশ বেশ করু
কবরী মালতি মালে।
ধরি করে দরপণ বদন বিলোকই
বিমল করত সিঁথি ভালে।।
সুন্দর সিন্দূর তাহে বনায়ই
অঞ্জন অঞ্জই নয়ানে।
মৃগমদ চন্দনতিলক নবকুঙ্কুম
পত্রাবলি নিরমাণে।।
কেহো তহিঁ সোঁপল রতল সিঁথিপর
সো ছবি উপমা কি আনে।
জনু নিশিনাথ নিয়ড়ে কিয়ে দিনমণি
ঊয়ল হেন অনুমানে।।
নাসায়ে বেশর মোতি মধুর ছবি
মণিকুণ্ডল বনি শ্রবণে।
মূদরি কঙ্কণ বিবিধ বিভূষণ
নীলবসন পরিধানে।।
উর পর মোতিমহার মনোহার
কিঙ্কিণি সুমধুর কলনে।
মণিময় মঞ্জির ঘুঙ্গুর বাজত
ক্বণয়তি রাতুল চরণে।।
করিবর ভাতি গমন অতি মন্থর
কত লাবণি অভিসারে।
পদপল্লবে অবনি ভেল ভূষিত
রায় বসন্ত বলি হারে।।