সখি শ্যামেরে দেখিয়া মেনে।
মনের উলাসে দুবাহু বাড়ায়ে
সখীরে ধরিলে কেনে।।
রাই কি কৈলা দারুণ কাজ।
যমুনার জলে কি ছলে যাইয়া
বধিলা রসিকরাজ।।
তারে হানিয়া নয়নশরে।
বিজুরীর পারা চমকি চলিয়া
আইলা আপন ঘরে।।
সে যে থোরি দরশন পাই।
আহা মরি মরি করিয়া ঝুরয়ে
কি আর বলিব রাই।।
দেখ যে দশা ঘটিল তায়।
আনের কি কথা নিরখিতে দারু
পাষাণ গলিয়া যায়।।
ধনী শুনি না বাঁধয়ে থেহা।
সখীর সহিত অতি অলখিতে
চলয়ে নিকুঞ্জ গেহা।।
কিবা ভঙ্গিতে গমন খানি।
ঝুনু নুনু বাজে চরণে নূপুর
কানু উনমত শুনি।।
শোভা নিরখি নাগাররায়।
নরহরি সাথে কত মনোরথে
রাইয়ের নিকট যায়।।