সখি হে, আজু রজনি সুভ ভেলা।
কানু আয়ব ঘর হেন মনে লাগল
পায়ব ফল অতি ভেলা।।
গণি গণি বচ্ছর আয়ব রে হরি
কবহু না শুভ দশা ভেলি।
ঘাটত বর কান আনন্দ সানন্দ
মোহে দরশায়লি ভালি।।
অমঙ্গল বিঘিণি ঘাটত পড়ু বাধক
সৌরভ তেজত গন্ধ।
সুস্কহি কাষ্ঠ তরূপর বৈঠত
কাক গিধির বন্ধ।
দিনহুঁ পড়ত কত কতহুঁ বরজপতি
দেখল দিন মাহ ।
অব নিশি রজনি ফুয়ল করি মানল
হেরলুঁ তাকর দেহ।।
চন্দন-গন্ধ গন্ধ ভেল মোহিত
কোকিল সুমধুর জান।
বাম নয়ন ঘন করতহি স্পন্দন
হেরলুঁ তছু অবধান।।
বিপিন গহন জত আছিলহি মুদিত
সবহুঁ খিন তনু মেলি।
খঞ্জন পাখি কমল পর দেখলি
অতি তনু আনন্দ ভেলি।।
কদম্ব তরুয়া ছিল বিরহ মদন হেন
সো ভেল সরস মান।
চণ্ডীদাস কহে— শুন, ধনি সুন্দরি,
তুরিতে মিলাঅব কান।।