সখীগণ তখনি বোধি কুলকামিনী
লেয়ত পিযাকর পাশ।
বিপিনে হরিণী জনু ব্যাধহি বান্ধল
ঐছন তেজত শ্বাস।।
করে ঠেলি ঠেলি বালি অলিকুল আনলি
ঠমকি ঠমকি রহি যায়।
পদনখে ধরণী বিদারই কামিনী
চমকি চমকি ঘন চায়।।
কটি কিঙ্কিণী ধনি দৃঢ় করি বান্ধই
পুন পুন নূপুর বাজায়।
তাহিঁ ছলে ভুজমূল বসন উদাসল
পিআ হিএ মদন জাগায়।।
আড় নয়ন করি হরি মুখ হেরই
বচন রচই অতি মীঠ।
নাহক বচন শ্রবণে নাহি শুনই
লাগি রহল আলি পীঠ।।
কানুমনোহারিণী সহ নব রঙ্গিণী
ভঙ্গিনী করু কত ছন্দ।
কহ কবিশেখর শুন বর নাগর
নব রস পান মকরন্দ।।