সজনী কি হেরলুঁ কুঞ্জক মাঝ।
যুগল-কমল পর যুগলহু মধুকর
যুগল-কমল পুন সাজ।।ধ্রু।।
পুন দশ শশধর হেরি কমল-পর
রতি-পতি লাগল ধন্দ।
পুন দুহুঁ কমলে রবির কিরণ গো
উদয়তি আর দশ চন্দ।।
যুগল-সরোবরে যুগল কমল গো
দরশ পরশ নাহি জান।
পুন যুগ কমল অরুণ সঞে যূঝত
শশধর দশ-পরিমাণ।।
পুনহি কমল চারি দেখত সারি সারি
কমলে কমলে করু রণ।
রবির উদয়-কালে চাঁদের উদয় গো
মনমথ মুরছিত-মন।।
চান্দ-কমল-রণ করত নিরীখণ
হেন বেলে রাহু-গরাস।
আধ সপন দেখি হরিবংশ মনে সুখী
আঁখি মিলি না পূরল আশ।।