সজনী না জানিয়ে এত পরমাদ।
একে মোর অন্তর, পোড়য়ে নিরন্তর,
তিল এক নাহি অবসাদ।।
পহিল বয়েস একে আরে নব আরতি
আর তাহে কাহ্নুক সোহাগ।
এ রস আদর বাদ করল বিধি
কুলবতি কেমন অভাগ।।
গৃহে গুরু দুরজন, ও ভয়ে সভয় মন,
তাহে অধিক শ্যাম নেহা।
নহিয়ে সতন্তর, কাহ্নুর বিচ্ছেদ ডর,
সে তাপে তাপিত দুন দেহা।।
কি বা করি কি বা হয়, আপনা বুঝিল নয়,
নিরবধি উড়ু পুডু চীত।
জ্ঞানদাস কহে, মনে অনুমানিয়ে,
বিষাধিক বিষম পিরিত।।