সজনী সই, কানু সে প্রাণধন মোর। ধু
যে বলে বলুক মোরে, যে করে করিব নিজ পতি।
সকলি ছাড়িয়া মুই, কানুর শরণ লই ধিক মোর এই ঘরে বসতি।।
তোমরা যথেক সখী ঘরে যাও কুল রাখি কানুর ভাবে হৈয়াছি বিভোর।
শুনিতে বাঁশীর গান, দ্রবীভূত হএ পাষণ, রমণীর প্রাণ কথ দড় ।।
চিত্ত উতরোল দেখি চৌদিকে পলকে আঁখি, সকলি দেখিএ শ্যাম রায়।
মনে হেন সাধ করে, নিত্য দেখি বন্ধুয়ারে, ভজিতে না পারি রাঙ্গা পায়।।
মীর্জা ফয়জুল্লা বাণী, শুন রাধা ঠাকুরাণী মনে ভাব মন্দিরে বসিয়া।
জীবন জোয়ারের পানি তরল তরঙ্গ জানি ঐ রাঙ্গা চরণ ভজিয়া।।