সব সখী আসি মিলি রাধা পাশে
কতেক বিরহ পেয়ে।
রামা নবরামা সম্বোধ পাইয়া
বৈঠল কিশোরী লয়ে।।
রাধারে তুষিয়া সম্বোধ করিয়া
বৈঠল সখীর মেলা।
কেহ বলে শুন আমার বচন
ওহে বৃষভানু-বালা।।
হেন মনে বাসি হকু কুলে হাসি
চল মধুপুর গিয়া।
সে চাঁদ-বদন দেখিয়ে নয়নে
তবে সে জুড়াবে হিয়া।।
এক তিল যারে যদি নাহি দেখি
শত যুগ হেন মানি।
আঁখির পলকে হারাই তিলেকে
হেনক যে জন জানি।।
তিলেক না জীয়ে বন্ধু না দেখিয়ে
আর কি পরাণ রয়।
রাধার বিরহ বচন শুনিয়া
দীন চণ্ডীদাস কয়।।