সভে মনে মনে করয়ে ভাবনে
কেন বৃষভানু-ঝি।
নাহি আসে হেথা নাহি কয় কথা
ইহার কারণ কি।।
সুচিত্রা সুন্দরি জানয়ে চাতুরি
রায়ের যতক কলা।
তবে ধীরে ধীরে ভবন ভিতরে
প্রবেশিল করি ছলা।।
চতুর সুবল দধি ঘৃত ঘোল
ক্ষীর্সা মাখন ছানা।
এ ভাণ্ড হইতে ও ভাণ্ডেতে ঢালে
ঘন করে আনাগোনা।।
সুচিত্রা সুন্দরি সুস্থির চাতুরি
চরণ চলনে চিনে।
উলহি উড়ানি উড়িতে তখনি
উঘার হইল অঙ্গ।
স্থলপদ্ম-কলি উজর যুগলি
সব সখি দেখে রঙ্গ।।
রাই বেশ ধরি সুবল সুন্দর
ঈষৎ মধুর ভালে।
সব সখি মেলি হাসি কুতূহলি
ভণয়ে গোবিন্দদাসে