সরস সিনান সমাপই সুন্দরী
মন্দিরে চলু সখি সাথ।
নিরজন জানি কানু তঁহি উপনীত
সহচর সুবল সাঙ্গাত।।
দেখরি মোহন গোকুলচন্দ।
রাধা রসবতি রসিক শিরোমণি
নব পরিচয় অনুবন্ধ।।ধ্রু।।
সহচরী পাশে হাসি হরি পুছয়ে
স্বরূপে কহবি বররামা।
রমণিসমাজে গজবরগামিনী
এ ধনি কে অনুপামা।।
সরস সম্বাদ সম্বাদই সহচরি
কনয় দামরুচি গোরি।
মাঝহি মাঝ বিরাজই এ ধনি
বৃষভানুরাজকিশোরি।।
শুনইতে নাম প্রেমে পরিপূরল
মাধব অমিয়া সিনান।
জ্ঞানদাস কহ আর কিয়ে বিছুরয়ে
নিশি দিশি ধরল ধেয়ান।।