সহজে শিঙ্গারক সার কলেবর
রতিরণপণ্ডিত যোই।
সো হরি রাইক পাই পরশ রস
ধৃতি মতি সঙ্গতি সগরহি খোই।।
সখি হে কিয়ে ইহ কেলি নিধান।
বিদগধ নাহক কিয়ে ইহ বৈদগধি
প্রেমক কিয়ে পরিণাম।।ধ্রু।।
পরিসর বক্ষ দক্ষ পরিরম্ভণে
কামিনি ধৈরজ বিনাশ।
রাই উরোজ সরোজ ঘন ঘরষণে
সো ভেল অচল বিলাস।।
নিরবধি রাই অধর রস লালসে
রদনহি করু খণ্ড খণ্ড।
অধর বিথারি ধারি রহু সো মুখ
কমলিনি চুম্বই প্রচণ্ড।।
বহু সুখ পাই রাই-মুখ হেরই
গদ গদ কহ কিয়ে বাণি।
যবহিঁ পরাক্রম থোরি করত ধনি
পদহি নিধারত পাণি।।
হরিক এ হেন গতি হরিণি ঘটাওল
ভূলল রসভরে সহজ-বিলাস।
ধনি সুকুমারি বিশাল পরিশ্রম
কৃষ্ণকান্ত অন্তরে এ লাগি তরাস।।