সারি সারি পাল পিছেতে রাখাল
সকলে সাজিয়া যায়।
যমুনার তীরে ফিরিয়া ফিরিয়া
দেখে নটবর-রায়।।
একি আচম্বিতে দেখি বিপরীতে
গোকুল মজিল পারা।
এত দিন বাস ঘুচিল সে আশ
না দেখি এমন ধারা।।
এক শিঙ্গা মাতে বলাইর হাতে
আমার আছয়ে বাঁশী।।
এই দুই বিনে না শুনি কখনে
কোথা হইতে বাজে বাঁশী।।
জয় কলরব ঘন ঘন রব
দেখি বিপরীত পারা।
চণ্ডীদাস কহে রোহিণী-নন্দন
ভয়েতে হইল ভোরা।।