সুনিল শ্রবণ ভরি গোকুল-নিবাসী।
ধাইঞা গোপের রামা সভে দেখে আসি।।
বৃদ্ধ বালক জুবা ধায় শত ২।
দেখিতে চলল সভে হঞা একি জুত।।
“কি বোল সুনিএ নন্দ, কি বোল সুনিয়ে।
এমতি সংকট বলি মোরা * * * * ।
ভাল হইল ছায়াল বাচিল দুষ্ট হাথে।
এই ভাগ্য করি মানি কহিল তোমাতে।।
সিসুকালে পুতনারে বধিল পরাণে।
এ মেন মানুষ নয় জানি এত দিনে।।
তৃনাবর্ত্ত অসুর প্রচণ্ড মূর্ত্তি ধরে ।
হেন জন বধিলেক নন্দের কুমারে।।
চল রাণি ঘরে লঞা নন্দের কুমার।
ভাল হল্য দুর গেল আপদ ইহার।।”
কোলে করি নন্দরাণি গৃহ মাঝে জায়।
ছেনা নুনি সর আনি ছায়ালে পেআয়।।
হরসিত নন্দঘোস চলে গোঠ দিয়া।
আনন্দে বেহার করে নন্দ-দুলালিয়া।।
চণ্ডিদাস কহে –“রাণি, কর গৃহ বার।
সুখের সায়রে ভাসে * পাই সাঁতার।।