সুন্দরি তুমি আমার পরাণের পরাণি।
তোমা বিনে এ সংসার সব দেখি শূন্যাকার
দণ্ডে দশযুগ করি মানি।।ধ্রু।।
তুমি মোর ধন প্রাণ তোমা বিনে নাহি আন
তুমি দুটি নয়ানের তারা।
না দেখিলে এক ক্ষণ সকলি লাগয়ে শূন
তিলেকে বাসিয়ে যেন হারা।।
তোমারে হৃদয়ে করি দেখি মুখ নাহি মুড়ি
তাম্বূল তুলিয়া দিয়ে সুখে।
দিয়া চাঁদমুখে মুখ মনে যত হয় সুখ
কহিতে না পারি এক মুখে।।
এত কহি শ্যাম রায় বসনে করয়ে বায়
চিবুক ধরিয়া ঘন কান্দে।
পুন পুন আলিঙ্গই পুন পুন চুম্বই
প্রেমদাস পড়ি গেল ফাঁদে।।