সুন্দরি রমণি জনম ধনি তোর।
সবজন কানু কানু করি ভাবয়ে
সো তুয়া ভাবে বিভোর।।
চাতক চাহি তিয়াসল অম্বুদ
চকোর চাহি রহু চন্দা।
তরু ললিতা অবলম্বন করি
মঝু মনে লাগল ধন্দা।।
কেশ পসারি যবহু তুহু আছলি
উরপর অম্বর আধা।
সো সব সঙরি কানু ভেল আকুল
কহ ধনি কোন সমাধা।।
তাকর অন্তর জ্বলই নিরন্তর
বিদ্যাপতি ভালে জান।
কিঞ্চিত কাল কলপ করি মানই
গোবিন্দদাস পরমাণ।।