সুন সুন মুগধিনি মঝু উপদেস।
হাম সিখায়ব চরিত বিসেস।।
পহিলহি অলকাতিলকা করি সাজ।
বঙ্কিম লোচনে কাজর রাজ।।
জাওবি বসনে ঝাপি সব অঙ্গ।
দূরে রহবি জনি বাত বিভঙ্গ।।
সজনি পহিলহি নিঅরে না জাবি।।
কুটিল নয়নে ধনি মদন জাগাবি।।
ঝাপবি কুচ দরসায়বি কন্দ।
দৃঢ় করি বান্ধবি নীবিক বন্ধ।।
মান করবি কছু রাখবি ভাব।
রাখবি রস জনু পুন পুন আব।।
ভনই বিদ্যাপতি প্রেমক ভাব।
জো গুনবন্ত সোই ফল পাব।।