সুরধনি-তীরে তীর মাহ বিলসই
সম-বয় বালক সঙ্গ।
করতল-তাল- বলিত হরি হরি ধনি
নাচত নটবর-ভঙ্গ।।
জয় শচি-নন্দন ত্রিভুবন-বন্দন
পূর্ণ পূর্ণ অবতার।
জগ অনুরঞ্জন ভয়-ভয়-ভঞ্জন
সংকীর্ত্তণ পরচার।।
চম্পক-গৌর প্রেম-ভরে কম্পই
কম্পই সহচর কোর।
অঙ্গহি অঙ্গ পুলককুল আকুল
কঞ্জ নয়নে ঝরু লোর।।
ধনি ধনি ভাঙনি চতুর শিরোমণি
বিদগধ-জীবনজীব।
গোবিন্দদাস এ হেন রসে বঞ্চিত
অবহু শ্রবণে নাহি পীব।