সেই গোপ-নারী রাধার গোচর
কহিতে লাগল গিয়া।
সেই গৌরী-শিরে পুষ্প চড়াইতে
দেয়াশী বিনয় হৈয়া।।
না পড়ল তার শিরে এক ফুল
শুনহ সুন্দরী রাধা।
অমঙ্গল যেন অনেক অন্তর
সকল দেখিল বাধা।।
এ কথা শুনিয়া সবার চিত্তেতে
বিস্ময় ভাবিল বড়ি।
গণক আনিয়া তারে গণাইব
সে জন পাড়িয়ে খড়ি।।
আসিয়া গণক বসিলেন তথি
লিখিল ষোলই ঘর।
তাতে আঁক রাখে বেদ পরিমাণ
খড়ি দিল তার পর।।
প্রথম বামের ঘর ছাড়াইয়া
তার পাশে পড়ে খড়ি।
সীতার ঘরেতে খড়ি বসাইল
এ কথা কহিল ডেড়ি।।
সীতার ঘরেতে বহু দুখ বোলে
গণক কহিল তায়।
* * * * * *
* * *
মনে করি কিবা কহে খড়ি দিয়া
গণক কহিল পুনঃ।
এই মনে কর রহে গিরিধর
মথুরা না যায় যেন।।
সীতার ঘরেতে এ খড়ি উঠল
সামাল কহল তায়।
এ কথা শুনিয়া ব্যথিত হইল
দ্বিজ চণ্ডীদাস গায়।।