সেই জে কালিআ বলিআ বলিআ
সদায় ঝোরে দুটি আখি।
কি করি কি হয় না বুঝি নিশ্চয়
সোন গো বিসাখা সখি।।
সই, কি আর বলগো মরে ।
গরল ভক্ষিআ ছারিষ পরান
মোন জেমতি করে।।
জখনে মোর সঙ্গে মিলন না ছিল
আমি তারে নহে চিনি।
চিত্রপট করি লেখা সহচরি
বিসাখা দেখাইল আনি।।
জাহার লাগিআ তনু জর জর
দেখিতে মোনের আষ।
অতি অভিলাষে তাহারে পাইব
কহে দিজ চণ্ডিদাস।।