সে কেমন যুবতী কুলবতী সতী
সুন্দর সুমতি সার।
হিয়ার মাঝারে নায়কে লুকাইয়া
ভবনদী হয় পার।।
ব্যভিচারী নারী না হবে কাণ্ডারী
নায়কে বাচিয়া লবে।
তার অবছায়া পরশ করিলে
পুরুষ-ধরম যাবে।।
সে কেমন পুরুষ পরশ রতন
সে বা কোন গুণে হয়।
সাতের বাড়ীতে পাষাণ পড়িলে
পরশ-পাষাণ হয়।।
সাতের বাড়ীতে ক্ষীরোদ নদী
নারায়ণ শুভ যোগ।
সেই যোগেতে স্থাপন করিলে
হয় রজনী মনহ যোগ।।
রমণ ও রমণী তারা দুই জন
কাঁচা পাকা দুটি থাকে।
এক রজ্জু খসিয়া পড়িলে
রসিক মিলয়ে তারে।।
মনের আগুন উঠিছে দ্বিগুণ
তোলা পাড়া হবে সার।
চণ্ডীদাস কহে ধন্য সে নারী
তলাটে নাহিক আর।।