সে নিমাই কি ভোলা ছেলে হবে।
ভুলেছে ভারতীয় কথায় এমন কথা কেন বলে সবে।।
যখন ব্রজবাসী ছিল ব্রজের সব ভুলাইল।
সে নাগর নদেয় এলো দেখনা রে কারে না ভোলাবে।।
আপনি হয়ে কপট ভোলা ত্রিজগতের মন ছলা।
কে বুঝে তার লীলা খেলা বুঝতে গেলে সেই যে ভুলে যাবে।।
তারে ছেলে বলে যে লোক-সকল সে পাগল তার বংশ পাগল।
লালন কয়, আমি এক পাগল গুরু ছেড়ে বেড়াই গৌর ভেবে।।