সো বর নাগররাজ।
তপনতনয়া তটে নীপতরু নিকটে
হীলন নটবর সাজ।।ধ্রু।।
মকরতরতন মুকুর জিনি লাবণি
প্রতিতনু পিরিতি পসার।
শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল
কুণ্ডল শ্রবণে বিথার।।
নাচত ভাঙ মদনধনু ভঙ্গিম
দিঠিখঞ্জন নটজোড়।
বান্ধুলিঅধরে মুরলিরব মাধুরি
উমতায়ল মন মোর।।
ঊড়ত চূড়ে চারু শিখিচন্দ্রক
মন্দপবন সঞে মেল।
কহে যদুনন্দন শ্রুতি আঁখি রসায়ন
তনু মন সব হরি নেল।।