সয়নে সুতিয়া থাকি ননদীর সনে গো।
ভরমে তাহার নাম জিহ্বা কেনে লয় গো।।
পথে জাই যদি না চাই লোক পানে গো।
তার কথায় না রয় মন তারে কেনে টানে গো।।
খেতে জদি বসি তবে খেতে কেনে নারি গো।
কেশপানে চাহিলে নয়ন কেনে ঝুরে গো।।
বসন পরিয়া থাকি জদি চাহি বসন পানে গো।
সমুখে তাহার রূপ সদা মোরে ঝাঁপে গো।।
না জানি কি হল্য মর কোথা আমি জাব গো।
না জানি তাহার সঙ্গ কোথা গেলে পাব গো।।
চণ্ডিদাস কহে মন নেবারিযা রহ গো।
সে জন তোমার চিতে লাগিয়া রয়েছে গো।।