হংস বলে–“শুন, রাজার কুমারি
দেখিতে আপন মনে।
উঠিতে বসিতে সয়নে সপনে
নিরবধি করে মনে।।
মোরে পাঠায়ল তোমা সান্তাইতে
‘কহিবে রাধার পাসে।
আর গুপিজনে তুসিবে সঘনে
কুশল জানাবে সেসে।।
আমিহ জাইব গকুল-নগরে
বিলম্ব দিবস চারি।’
একথা কহল আপন হৃদয়ে
সে পহুঁ মুরূলিধারি।।”
কহে রসবতি– “শুন হংসবর,
আর কি আসিবে কানে ।
জেমন নিঠুর করে এতদূর
সে আর আসিবে কেনে।।
তাহার হৃদয় মোরা ভালে জানি
[যে] জন নাহিক জানে।
সে জন ভুলিবে তা[হা] র কথায়ে”
দিন চণ্ডীদাস ভণে ।।