হইলে সুজাতি পুরুষের রীতি
যে জাতি নায়িকা হয়।
আশ্রয় হইলে সিদ্ধ রতি মিলে
কখন বিফল নয়।।
তেমতি নায়িকা হইলে রসিকা
হীন জাতি পুরুষেরে।
স্বভাব লওয়ায় স্বজাতি ধরায়
যেমন কাচ-পোকা করে।।
সহজ করণ রতি নিরূপণ
যে জন পীরক্ষা জানে।
সেই ত রসিক হয় ব্যবসিক
দ্বিজ চণ্ডীদাস ভণে।।