হরি নিজ আঁচরে রাইমুখ মোছই
কুঙ্কমে তনু পুন মাজি।
অলক তিলক দেই সীথি বনায়ই
চিকুরে কবরি পুন সাজি।।
সিন্দুর দেয়ল সীঁথে।
কতহুঁ যতন করি উর পর লেখই
মৃগমদ চিত্র সু্প্রীতে ।।ধ্রু।।
মণি মঞ্জির আনি চরণে পরায়লি
উর পর দেওল হার।
কর্পূর তাম্বূল বদন ভরি দেই
নীছই তনু আপনার।।
নয়নক অঞ্জন করল সুরঞ্জন
চিবুকহি মৃগমদবিন্দ।
চরণ কমলতলে যাবক লেখই
কি কহব দাসিয়া গোবিন্দ।।