হাম নারী অতি হরি প্রেমেতে উদাস।
তোমার পিরীতি হরি, হইল রাধার বৈরী, জাতি ধর্ম করিল বিনাশ।। ধু
তোমার পিরীতে বাদে, কলঙ্কিণী হৈলুম রাধে, তথাপি তোমার মনে রিষ।
পন্থ নিরখিয়া থাকি, কায় প্রাণে ভজি ডাকি, কান্দিয়া পোহাই অহর্নিশ।।
প্রেমমূলে দাসী করি, কি হেতু না চাহ ফিরি, নিশি দিশে অই মোর দুখ।
রাধার পরাণ তনু, মীন প্রায় জল বিনু, না দেখি হরির চন্দ্র মুখ ।।
হীন আলি রাজা বলে, হরি রাধা পদতলে, শুন ঠাকুরাণী রাধা সার।
যে রামা হরিরে ভজে, কদাচিত নাহি তেজে, হরি নিত্য বিদিতে রাধার।।