হাম যাইতে পথে ভেটলুঁ গোরি।
তুয়া পরথাব কয়ল কছু থোরি।।
সজল নয়নে ধনী মঝু মুখ হেরি।
আরতি রহল কহব পুন বেরি।।
শুন শুন মাধব নিজ পুণভাগ।
রাই কমলিনী তোহে এত অনুরাগ।।
পুলকি রহল তনু পুন পরসঙ্গ।
নীপ নিকরে কিয়ে পূজল অনঙ্গ।।
অধর শুখায়ল দীঘ নিশাস।
জনু অনুরোধে ঝাঁপল নিজ বাস।।
কত কত ভাব পেখলুঁ হাম তাই।
ধনি ধনি তুহুঁ ধনি রসবতী রাই।।
ধাতা বিদগধ ঐছন সাজ।
জ্ঞানদাস কহ সমুচিত কাজ।।