হেথা কুটিলা কুচক্রি ব্রজে আসি নিকেতনে
কহিল সকল কথা নির্জ্জনে আয়ানে।।
দেখাতে না পারি মুখ লোকের কাছেতে।
কালার সঙ্গেত রাই বসিয়া নিকুঞ্জে।।
অগ্নি হেন জ্বলি উঠে শুনিয়ে আয়ান।
করেতে লইল এক খড়্গ মন দেয় পাক।
দুই চক্ষু ঘুরে যেন কুমারের চাক।।
পবন গমনে বীর গমন করিল।
গোবিন্দদাস কহে কুঞ্জে প্রবেশিল।।