হেথা দূতি রাই সনে ছিলা।
শ্যাম চান্দে দেখিতে পাইলা।।
রাইয়েরে দেখায় শ্যাম চান্দে।
হেরি রাই ফুকরিয়া কান্দে।।
দূতি যাই নয়ান মুছায়।
না কান্দিহ বলি নিবারয়।।
আমি ছলে মিলাইব শ্যাম।
তুমি হেথা করহ বিশ্রাম।।
এত বলি চলে দূতি রঙ্গে।
মিলল শ্যাম ত্রিভঙ্গে।।
বলরাম দাস সঙ্গে যায়।
শ্যাম মুখ ঘন ঘন চায়।।