হেদে আর কথা শুনহ ঝি।
কহিলে কহিতে ভুলিয়াছি।।
আগুন লাগুক অমার মনে।।
রহিতে নারিয়ে কহিয়ে মেনে।।
তনয় আয়ান গেয়ানে দড়।
তোমার মায়েরে ডরায় বড়।।
দেবতা সমান মানয়ে তায়।
কহিতে সিঞ্চড়া পড়য়ে গায়।
তপের ফলেতে দেবতা বশ।
তেঞি সে ভুবনে ঘোষয়ে যশ।
জরতী কহিয়া পিরীতিবাত।
হাসিয়া ধরিলা বধূর হাত।।
উঠিলা রাধিকা চলিলা সঙ্গে।
রন্ধন ভবনে পশিলা রঙ্গে।।
জটিলা কহয়ে বৈসহ ঝি।
আমি তোরে সব আনিয়া দি।।
খীর পুরী ভাত দুধের বেলা।
যতনে জটিলা বধূরে দিলা।।
মিনতি করিয়া কহয়ে রাই।
আপনি শয়ন করহ মাই।।
আপনার ঘরে যাইয়ে লইয়া।
করিব ভোজন সোয়াথ পাইয়া।।
শুনিয়া জটিলা পাইল সুখ।
হাসিয়া চুম্বিল বধূর মুখ।।
ভালই কহিলা ও মোর মা।
আমার কেমন করিছে গা।।
জটিলা যাইয়া শয়ন করে।
রাধিকা আইলা আপন ঘরে।।
আনিয়া বাসন গোপন করি।
মন্দিরের কোণে রাখিলা ধরি।।
শেখর ধোয়ায় সখড়া হাত।
কহিতে অবশ আউলায় গাত।।