হেদে বড়াই কি বলে নায়্যর কালা।
হেন উঠে তাপ দহে দিঞা ঝাঁপ
এড়াইব সব জ্বালা।।
নয়ন নাচাঞা হাসিঞা হাসিঞা
কহে কত ছলে কথা।
যেন নিজ পতি দেখি হেন মতি
মরমে লাগএ বেথা।।
আমরা যুবতি কুলবতি সতি
কহিতে বাসিএ লাজ।
মুখ ঝাঁপি রহ উচিত না কহ
কেমন তোমার কাজ।।
রাজকন্যা আমি কংসের যোগানি
মথুরা নগর কাছে।
দীনবন্ধু ভণে এ তিন ভুবনে
কারে মোর ভয় আছে।।