হেদে হে নায়্যর কালা।
পার কর‍্যা দাও যাইব গোকুল
উছর হইল বেলা।।
তরণী লইঞা আছ ডাড়াইঞা
অগাধ যমুনাজলে।
তীরে লোক ডাকে কেনে মিছা পাকে
না আস্য ঘাটের কূলে।।
আমরা যুবতি কুলবতি সতী
কহিতে সরম লাগে।
পার কর‍্যা দাও বেতন যা চাও
ধরিব তোমার আগে।।
পার‍্যাইব নদী তোমার অবধি
ডাড়াইঞা আছি ঘাটে।
দীনবন্ধু কয় করিঞা বিনয়
তুরিতে আস্যহ তটে।।