হেদে হে নিলাজ কানাই
না কর এতেক চাতুরালি।
কে না জান মানুষতা তার আগে কহ কথা
মোর আগে বেকত সকলি।।ধ্রু।।
বেড়াইলা ধেনু লৈয়া সে লাজ ফেলিলা ধুইয়া
এবে হৈলা দানী মহাশয়।
কদম্ব-তলায় থানা রাজপথ কর মানা
দিনে দিনে বাড়িল বিষয়।।
আন্ধার বরণ কাল গা ভূমেতে না পড়ে পা
পরিহাস কুলবধূ সনে।
এই রূপ নিরখি আপনাকে চাও দেখি
আই আই লাজ নাহি মনে।।
মা তোমার যশোদা তার মুখে নাহি রা
নন্দ ঘোষ অকলঙ্ক নিধি।
জনমিয়া তার বংশে কাজ কর জিনি কংসে
এ বুদ্ধি তোমারে দিল বিধি।।
একই নগরে ঘর দেখাশুনা আটপর
তিল আধ নহি আঁখি লাজ।
রায়শেখর কয় রাজারে না করে ভয়
এ দেশে বসতি কিবা কাজ।।