হেনক সময়ে এক সখী আসি
হাসি হাসি কহে কথা।
“উঠ উঠ ধনি, ও চাঁদবদনি,
ঘুচাহ মনের ব্যথা।।
তব দুরদিন সব দূরে গেল
উঠিয়া বৈসহ রাই।।
তোমার মাধব নিকটে আওল
দেখহ নয়ন চাই।।”
এ সব বারতা শুনি শুভ কথা
আনন্দে পূরল হিয়া।
চকিত নয়নে চাহিতে সঘনে
সম্মুখে দেখল প্রিয়া।।
“এস এস,”–বলি দুটি বাহু তুলি
হাসিয়া কহয়ে কথা।
চিরদিনে বিধি মিলায়ল নিধি
ঘুচিল মনের ব্যাথা।।
সব সখী মেলি জয় হুলাহুলি
দেওয় দোঁহার পাশ।
আনন্দ-সাগর দেখিয়ে বিভোর
গুণ গায় চণ্ডীদাস।।