হেনক সময়ে রথ আরোহণে
আইল উদ্ধব মতি ।
উদ্ধব আনন্দ মনে রসানন্দ
তাহা না কহিব কতি।।
গোকুল-নাগরি প্রবেশিলা আসি
গোধূলি সময় কালে।
প্রেমে গদ গদ কহে আধ আধ
কাতর হইয়া বলে।।
এক সহচরি বাহির দুয়ারে
দেখিয়া সুচারু রথ।
ধাইয়া সে সখি তুরিতে চলয়ে
নাহি দেখি জেন পথ।।
আপনার অঙ্গ আপনি না চিনে
তুরিতে যাইয়া কয়।
“এতদিন দুখ সুক করি মানি
ঘরে য়াল্য রসময়।।”
কিশোরি বিশোরি কানুর বিরহে
ভাবনা করিতে ছিল।
হেন বেলে সখি মুখেতে শুনিঞা
তুরিতে বাহির হল্য।।
রাই কহে — “শুন কেমন ধরণ
কি হেতু ইহার সুনি।”
সখী সব কথা কহিতে লাগল
সব বিবরণ বানি।।
“নিকট দুয়ারে রথ-আরোহণ
আয়ল রসিক কান।”
পুলক বদনে চাহে সখি পানে
চণ্ডীদাস গুণ গান।।