হেনক সময় অক্রূর দেখল
আয়ল অক্রূর পতি।
চরণ-কমলে পড়ল তৈখনে
করেন আরতি-রীতি।।
কৃষ্ণ বলরাম ধরি দুই জন
করিল তাহরে কোড়।
আলিঙ্গন দিয়া বচন মধুর
সুখের নাহিক ওর।।
“কহ কহ দেখি কিসের কারণে
আইলে গোকুল-পুরে।”
“তোমা লইবারে আমার গমন
শুনহ বচন ধীরে।।
‘বলরাম আর দেব দামোদর’
কহিল নৃপতি মোরে।
ধনুর্ম্ময় যজ্ঞ করে নরপতি
আয়ল গোকুল-পুরে।।
‘কৃষ্ণ বলরাম আনহ দু’জনে
ত্বরিত গমনে গিয়া।
রথ আরোহণে করহ গমনে
ত্বরিতে আসিবে লয়া’।”
একথা শুনিয়া অক্রূরে তুষিয়া
কৃষ্ণ বলরাম দুই।
কৃষ্ণমুখ চেয়ে গদ্‌গদ হয়ে
চণ্ডীদাস গুণ গাই।।