হেনক সময় এক সে রজক
লইয়া বসন করে।
সে যায়ে চলিয়া রাজপথ দিয়া
কংসের আরতি ধরে।।
কৃষ্ণ বলরাম পুছিল কারণ
কাহার বসন এ।
কহিছে রজক তাহার উত্তর
তুমি সে বটহ কে ?।।
তোমাকে কহিলে কিবা জানি হয়ে
কংসের যোগানী আমি।
তাহার বসন কাচিয়া সঘন
কি আর পুছহ তুমি।।
কানাই কহেন উত্তম বসন
দেহ পরি দুই ভাই।
কোপে কহে ধোবা তুমি বট কেবা
রাজার বসন এই।।
পরমাদ হব এ কথা শুনিয়া
তাড়ন করিব রাজা।
চণ্ডীদাস বলে ও নব নাগর
তাহার রূপের ধ্বজা।।