হেম যূথী বরততী তমালের গায়।
তাহা দেখি তরল আঁখি বক্র করি চায়।।
চন্দ্রমুখী ডাকি সখি বলে দেখ কি।
কানু কোলে বসি খেলে কোন রাজার ঝি।।
মোরে দেখি পাটাবুকী না করিল ডর।
পর পুরুষে রস বরিষে ছাড়িতে নাই তর।।
পরের বোলে যেজন ভোলে কি বলিব তারে।
চড়ি গাছে ভ্রূকুটি নাচে জিউ হারাবার তরে।।
শেখর রুষি কহে হাসি ধনী অগেয়ান।
তমাল কোলে লতা দোলে আনে কহে আন।।