হেম সরোরুহ গোরিক কাঁতি।
প্রেম পরাক্রমে লোহিত ভাতি।।
অঞ্জন গঞ্জন নীলিম ভাস।
অরুণোদর ঘন কানু পরকাশ।।
এ দুহুঁ অন্তর আনন্দ ধূমে।
বিছুরল বাহির রহল নিঝুমে।।
এ সখি ইহ খণ কহ না বিচারি।
কৈছনে শুতায়বি বিনি উপচারি।।
তুহুঁ সে সেয়ানি রচহ পরবন্ধ।
ছরম বিরম করু নব যুব দ্বন্দ্ব।।
রজনিক আধ অধিক বহি যায়।
নরতনে ভুলি তাম্বুল নাহি খায়।।
ললিতা বাত কহত অতি মীঠ।
নিজ সখি বদন হেরি মৃদু দীঠ।।
শ্রবণে উলাসিত আলি বিশাখে।
মঞ্জরি-যুথহি কয়ল কটাখে।।
সেবন পর ভেল সবহুঁ উলাসে।
তবহিঁ কি পূরব কৃষ্ণকান্ত আশে।।