হেরি মুখচন্দ্র-সুধারস-লহরী-
কিরণহি ভুবন উজোর।
তিরপিত চাহি চকোরিণি কামিনি
লোচন নিশি দিশি ভোর।।
সজনি অব হাম না বুঝি বিধান।
অতিশয় আনন্দে বিঘিন ঘটাওল
হেরইতে ঝরয়ে নয়ান।।
দারুণ দৈব কয়ল দুহুঁ লোচন
তাহে পলক নিরমাই।
তাহে অতি হরিষে এ দুহুঁ দিঠি পূরল
কৈছে হেরব মুখ চাই।।
তাহে গুরু দুরুজন লোচন কন্টক
সঙ্কট কতহুঁ বিথার।
কুলবতি বাদ বিবাদ করত কত
ধৈরজ লাজ বিচার।।
সবহুঁ উপেখি যাই বন পৈঠব
কানু গীমে করি হার।
নিরজনে রাতি দিবস হেরব
এহি দঢ়ায়লু সার।।
কি করব আন ধরম-করম মত
জীবনহীন জনু দেহ।
গোবিন্দদাস ভণ মনমথ-মোহন
মিলনে কিয় করু কেহ।।