হোলির প্রকার যৈছে করে তৈছে লীলা।
বহু গন্ধচূর্ণ বস্ত্রঅঞ্চলে বান্ধিলা।।
কিঙ্কিণী শৃঙ্খল দিয়া করিলা বন্ধন।
আরম্ভ করিলা গীত কামউদ্দীপন।।
সভে গন্ধ চূর্ণ দেই কৃষ্ণের উপরে।
পুষ্পের কন্দুক লইয়া কেহ কেহ ডারে।।
মণিময় পিচকারি ধরি সখীগণে।
পুষ্প গন্ধজলে তাহা করিয়া পূরণে।।
সভে মেলি সিঞ্চয়ে গোবিন্দ কলেবর।
সুবল মঙ্গল মধু কৃষ্ণসহচর।।
খেলিতে খেলিতে সভে হইলা বিভোল।
কহয়ে মাধব অতি সুমধুর বোল।।