হোর দেখ না ঝুলন রঙ্গ।
মন্দ বেগেতে দোলিতে দোলিতে
অলস দুহুঁক অঙ্গ।।
ইষত মুদিত আধ উদিত
দুহুঁ ঢুলু ঢুলু আঁখি।
আধ বিকসিত কমলে যৈছন
মিলল ভ্রমর পাখী।।
জৃম্ভা উদগতি সৌরভে উমতি
অলিকুল তহিঁ আসি।
হেরি মুখ ভ্রম ভেল নীল হেম
কমল বিমল শশী।।
হিন্দোলা উপরি সুগীত-মাধুরী
ঊর্দ্ধ্বপথ আচ্ছাদিয়া।
ঝুলনার ঝোঁকে অলি ঝাঁকে ঝাঁকে
সুস্বরে ফিরে ঘুরিয়া।।
রাইশ্যাম অঙ্গ পরিমল সঙ্গ
মত্ত ভৃঙ্গ ভুলি গেল।
এ উদ্ধব ভণে দেখি দুই জনে
আনন্দ অন্তরে ভেল।।