ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • আগে পাছে চলে মোর কত প্রিয় সহচরী
    আগে পাছে চলে মোর কত প্রিয় সহচরী যমুনার জলে আজু যাই। ঘোঙ্গট কাড়িতে রূপ নয়ানে লাগিয়া গেল মরম রহিল সেই ঠাঞি।। আজু দেখিলুঁ রূপ কদম্বের তলে। হিয়ার মাঝারে মোর না জানি কি জানি হৈল নিরবধি ধিকি ধিকি জ্বলে।।ধ্রু।। কেন বা চঞ্চল চিত নিবারিতে নারি গো মন মোর থির নাহি বান্ধে। তিলে তিলে বারে বারে মুরুছা […] keyboard_arrow_right
  • আগে মাঈ, জোগিয়া মোর সুখ দায়ক
    আগে মাঈ, জোগিয়া মোর সুখ দায়ক দুখ ককরো নহি দেল। দুখ ককরো নহি দেল মহাদেব দুখ ককরো নহি দেল। যহি জোগিয়া কে ভাঁগ ভুলৈলক ধতুর খোআই ধন লেল।। আগে মাই, কাতিক গনপতি দুইজন বালক জগ ভরি কে নহি জান। তিনকা অভরন কিছুও ন থিকইন রতিয়ক সোন নহি কান।। আগে মাই, সোনা রুপা অনকা সুত অভরন […] keyboard_arrow_right
  • আগেত না জানিয়ে বন্ধু পিরিতি ডাকাতি
    আগেত না জানিয়ে বন্ধু পিরিতি ডাকাতি। ধু সোনা বন্ধে ছাড়িয়া গেলা আমার ঘটিল দুর্গতি।। পাইতাম যাদি সোনা বন্ধু, হৃদয়ে রাখতাম গাঁথি।। বন পোড়া হরিণীর মত আমার সোনা বন্ধের রীতিরে।। আমি এক খান পিরিত কইরে, কার বা কইলাম ক্ষেতি। এ চৌদ্দ ভুবনের মাঝে কে রইয়াছে সতী রে।। পিরিতে মোর মন মজিল হইয়া যুবতী। আইেত যাইতে পাড়ায় […] keyboard_arrow_right
  • আগো সখী বিনোদিনী আমার সে
    আগো সখী বিনোদিনী আমার সে কালেনি হইব বন্ধের দেখা। ঘরে বৈরি ননদিনী বাহারের বিধানে। রহিতে না পারি ঘরে বন্ধুয়ার বাঁশীর সুরে। সরূপে থাকিতেরে বন্ধু না ভজিলু তরে এ ভবে জন্মিয়া মুই ফিরি ঘরে ঘরে।। নিতি নিতি পিরীতি হয়রে বন্ধু গোকুলনগরে। বাহির হইয়া না চাইতে পাইলু ননদিনীর ডরে।। দয়ার নাথে ধরলে দয়া যাইব দুঃখেরচিন। ঘরেতে বিরাজ […] keyboard_arrow_right
  • আগো আজি বড় শুভদিন
    আগো আজি বড় শুভদিন সতন্তর ঘর । নিজ পতি গেছে গোঠে নাহি কোন ডর।। একা আমি শুয়্যা আছি দুঃখ করি চিতে। নূপুরের শব্দ কানে বাজলো আচম্বিতে।। শব্দ শুন্যা বের‍্যাইলাম ধায়্যা দাঁড়ালাম নাছে। হাতে ধরি সোধাইল বঁধু ঘরে কেহ আছে।। লোচন বলে কেউ নাই ঘরে ডর করো না তুমি। যদি কেহ আইসে যায় সাড়া দিব আমি […] keyboard_arrow_right
  • আগো বড়াই পথ মাঝে তরুণ তমাল
    আগো বড়াই পথ মাঝে তরুণ তমাল। কিয়ে নব জলধর অঙ্গে কত সুধাকর ভুবন করিয়া আছে আলো।।ধ্রু।। গলে নব ফুলহার মণিময় অলঙ্কার দামিনীর দমক ঘুচাইল। অলক তিলক ভালে শ্রবণ যুগল মূলে মকর কুণ্ডল দোলে ভাল।। পরিধানে পীত ধরা চূড়া বেড়া গুঞ্জা ছড়া তাহে আর শোভে নানা ফুল। দেখিয়া বদন চাঁদে মদন পড়িল ফাঁদে যুবতী কেমনে রাখে […] keyboard_arrow_right
  • আঘণ মাসে আশ বহু আছিল
    আঘণ মাসে আশ বহু আছিল মিলব করি অনুমানি। সো সব মনরথ দূরহিঁ দূরে রহু জিবইতে সংশয় জানি।। শুন শুন নিরদয় কান। ইহ দুখ শুনি তুয়া চীত না দরবয়ে কৈছন হৃদয় পাষাণ।।ধ্রু।। পৌর রমণিগণ বহু গুণ জানত তাহে বুঝি বারল চীত। রসময় সদয় হৃদয় গুণ বিছুরলি ভুললি সে হেন পিরীত।। আগমন সময়ে যতেক আশোয়াসলি সো কছু […] keyboard_arrow_right
  • আঙ্গিনামে নাচত নন্দদুলাল
    আঙ্গিনামে নাচত নন্দদুলাল। চৌদিকে ব্রজবধূ নাচত গায়ত বোলত থই থই তাল।। থমকি থমকি মৃদু মন্দ মধুর গতি ঘুঙ্গুর শবদ সুভাল। বঙ্ক বলয় ধ্বনি নূপুর ঝন ঝনি আধ আধ বোলে রসাল।। ইন্দুবদন ঘন মরকত অঞ্জন মোহন মূরতি তমাল। ঈষৎ মধুর তঁহি গীম দোলায়নি করপদপঙ্কজ লাল।। ধরণী আনন্দিত অঙ্গ বিরাজিত সুন্দর বালগোপাল। রামচন্দ্রকে প্রভু অখিল কলাগুরু ভকত […] keyboard_arrow_right
  • আঁচরে বদন ঝপাবহ গোরি
    আঁচরে বদন ঝপাবহ গোরি রাজ সুনৈচ্ছিঅ চাঁদক চোরি। ঘরঘরেপেঁ হরি গেলচ্ছ জোহি এষনে দূষণ লাগত তোহি।। বাহর সুতহ হেরহ জনু কাহু চাঁন ভরমে মুখ গরসত রাহু। নিরভি নিহারি ফাঁস গুণ তোপি বান্থি হলত তোহঁ খঞ্জন বোলি।। ভনহি বিদ্যাপতি হোহু নিশঙ্ক চাঁন্দহুঁ কাঁ কিছু লাগু কলঙ্ক।। এই পদটি খুবই প্রসিদ্ধ। এক এক পুঁথিতে কিন্তু ইহার এক […] keyboard_arrow_right
  • আচার্য শ্রীশ্রীবাস গৌর গুণ গায়
    আচার্য শ্রীশ্রীবাস গৌর গুণ গায়। মিলিয়া মুকুন্দ বাসু রামানন্দ রায়।। সার্বভৌম প্রতাপরুদ্র বাণী কাশীনাথ। গোবিন্দের কান্ধে হাত প্রিয় বামপাশ।। চৌদিকে ভকতগণ গৌর গুণ গায়। মাঝেতে কনকগিরি ধূলায় লুটায়।। সিংহদ্বার ছাড়িয়া সমুদ্র পথে ধায়। কোথা রাধা কোথা কৃষ্ণ সঘনে শুধায়।। নরোত্তম দাসের প্রভু জগৎ উপায়। কৃপা করি দেহ মোরে চরণের ছায়।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ