ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • সুন্দরি কাহে কহসি কটুবাণী
    (সুন্দরি কাহে কহসি কটুবাণী তোহারি চরণ ধরি শপতি করিয়ে কহি তুহুঁ বিনে আন নাহি জানি।।) ধ্রু।। তুয়া আশোয়াসে জাগি নিশি বঞ্চলুঁ তাহে ভেল অরুণ নয়ান। মৃগমদ বিন্দু অধরে কৈছে লাগল তাহে ভেল মলিন বয়ান।। তোহে বিমুখ দেখি ঝুরয়ে যুগল আঁখি বিদরয়ে পরাণ হামার। তুহুঁ যদি অভিমানে মোহে উপেখবি হাম কাঁহা যায়ব আর।। হামারি মরম তুহুঁ […] keyboard_arrow_right
  • সুন্দরি এক বচন যতন করিয়ে
    সুন্দরি এক বচন যতন করিয়ে কহিএ তোহার পাশ। এ রূপ যৌবন সৌন্দর্য্য লাবণ্য না হয় কাহার বশ।। যতেক দেখহ সব চলাচল নিশ্চয় করিয়া জান। জানিয়া শুনিয়া বুঝহ সকল আপনে ভুলহ কেন।। সকল জনেতে পরেরে বুঝায় আপনে বুঝিতে নারে। বুঝিয়া সুঝিয়া আপনা পাসরে কিবা সে কহিব তারে।। তুহুঁ বরনারী রাজার ঝিয়ারী মোর উপদেশ লহ। ইঙ্গিত বুঝিয়া […] keyboard_arrow_right
  • সুন্দরি কহ কহ বচন বিশেষ
    সুন্দরি কহ কহ বচন বিশেষ। কী ফল ধয়লি সুবল সম বেশ।। একলি কুঞ্জে কয়লি অভিসার। কতি রহু সুবল বুঝই নাহিঁ পার।। মঝু মনে সংশয় তুয়া মুখ হেরি। একলি সুবল আওল বুঝি ফেরি।। তবহিঁ বিরহজর অন্তর কাঁপ। তৈখনে পরশি মিটাওলি তাপ।। দীনবন্ধু ভণ শুন বরনারি। বুঝইতে সংশয় চরিত তোহারি।। keyboard_arrow_right
  • সুন্দরি কাহে করসি তুহুঁ খেদ
    সুন্দরি কাহে করসি তুহুঁ খেদ। তুয়া বিনা রাতি দিবস হাম না জানিয়ে কোনে কয়ল তোহে ভেদ।। তুয়া মুখচাঁদ হেরি মঝু মানস অহনিশি তহিঁ রহি গেল। নয়নকমল পর ভাঙ মদনধনু তাহে উমতি মতি ভেল।। কোটি রমণী তুয়া পদে নিরমঞ্ছিয়ে তুহুঁ মঝু জীবন রাই। তোহারি নাম গুণ অবিরত জপি হাম সদয়হৃদয় তুয়া চাই।। এত কহি মাধব ছলছল […] keyboard_arrow_right
  • সুন্দরি কি কহব কহই না হোয়
    সুন্দরি কি কহব কহই না হোয়। জানলুঁ কঠিন কপটমতি অতিশয় কো কহু সুখদ সরলমতি তোয়।।ধ্রু।। গোপসি মরম না কহসি কাহু সঞে নিজজন মরম না সমুঝসি থোরি। তোহে কাতর হেরি কাতর অতিশয় সহই না পারি ঝুরই দিঠি মোরি।। তুয়া মুখ মলিনে মলিনমুখী সখী কছু কহইতে বদনে না নিকসই বাণী। তেজসি তুহু যব চমকি শাস তব ঘন […] keyboard_arrow_right
  • সুন্দরি গরুঅ তোর বিবেক
    সুন্দরি গরুঅ তোর বিবেক। বিনু পরীচয়ে পেমক আঁকুর পল্লব মেল অনেক।। কখনে হোএত সুফল দিবস বদন দেখব তোর। বহুল দিবস ভুখল ভমর পিউত চাঁদ চকোর।। ভন বিদ্যাপতি সুন রমাপতি সকল গুননিধান। চিরে জিবে জিবও রাএ দামোদর দসা সএ অবধান।। keyboard_arrow_right
  • সুন্দরি চললিহু পহু-ঘর না
    সুন্দরি চললিহু পহু-ঘর না। চহুদিস সখি সব কর ধর না।। জাইতহু লাগু পরম ডর না। জইসে সসি কাঁপ রাহু ডর না।। জাইতহি হার টুটিএ গেল না। ভুখন বসন মলিন ভেল না।। রোএ রোএ কাজর বহাএ দেল না। অদকঁহি সিন্দুর মেটাএ দেল না।। ভনই বিদ্যাপতি গাওল না। দুখ সহি সখি সুখ পাওল না।। keyboard_arrow_right
  • সুন্দরি ঝাট কর মনোহর বেশ
    সুন্দরি ঝাট কর মনোহর বেশ। সময় হইল আসি বাজিবে সঙ্কেত বাঁশী ধৈরযের না রহিবে লেশ।। গমন মন্থর ভাবে করবী এলায়ে যাবে ঝাট কর বেণীর রচনা। শ্রমজলে যাবে ভাসি মলিন হবে মুখশশি (তেঁই) কাজর পরিতে করি মান।। নূপুর পরিতে বলি পুন তা নিষেধ করি চলিতে চরণ হবে ভারি। আর এক ভয় আছে গুরুজনে জাগে পাছে কলরব […] keyboard_arrow_right
  • সুন্দরি তুমি আমার পরাণের পরাণি
    সুন্দরি তুমি আমার পরাণের পরাণি। তোমা বিনে এ সংসার সব দেখি শূন্যাকার দণ্ডে দশযুগ করি মানি।।ধ্রু।। তুমি মোর ধন প্রাণ তোমা বিনে নাহি আন তুমি দুটি নয়ানের তারা। না দেখিলে এক ক্ষণ সকলি লাগয়ে শূন তিলেকে বাসিয়ে যেন হারা।। তোমারে হৃদয়ে করি দেখি মুখ নাহি মুড়ি তাম্বূল তুলিয়া দিয়ে সুখে। দিয়া চাঁদমুখে মুখ মনে যত […] keyboard_arrow_right
  • সুন্দরি তেজহ নাগরি-সাজে
    সুন্দরি তেজহ নাগরি-সাজে। নাগর শ্যাম বরণ বিনু মোহন মধুর মুরলী নাহিঁ বাজে।। মৃগমদ লেপি সকল তনু ঝাঁপহ শ্যামল হোয়ব দেহ। তুহুঁ নিজ নাম যতন করি ভাবহ বিছুরহ ধন জন গেহ।। কবরি উতারি চূড় সিঁথি চন্দ্রক বান্ধহ আপন মাথে। পীত বসন পরি ত্রিভঙ্গ ভঙ্গিম করি মুরলি ধরহ দুটি হাথে।। মুখ-রস দেই অধর করি আরদ প্রাণ-বায়ু দেহ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ