“শুনহ নাগর, গুণের সাগর এই সে মহিমা তোর। অবলা অখলে ফেলাইলা জলে কে আর আছয়ে মোর।। তোমার শীতল চরণ দেখিয়ে দেখি এ কুলের বালা। ছায়ার কারণে শীতল বলিয়া তাহে ভেল এত জ্বালা।। সিন্ধু দেখি মোরা তৃষ্ণা পাই ভোরা পিয়াস যাইব দূর। অধিক বাড়ল পিয়াস অন্তর মনমথ নাহি পূর।। ছায়ার কারণে তরুরে সেবিনু তাপ হইল বড়ি। […]
keyboard_arrow_right