• করে তুলি ফেলি বারি ডুবিল ডুবিল তরী
    করে তুলি ফেলি বারি ডুবিল ডুবিল তরী কেরোয়াল খসি পৈল জলে। পবনে পাতিল ঝড় তরঙ্গ হইল বড় বুঝি আজ কি আছে কপালে। এ কূল এ কূল ভুল দুই কুল নিরাকুল তরঙ্গে তরণী স্থির নয়। কি আর করিব বল উথলে যমুনা জল কাণ্ডার করেতে নাহি রয়।। এতদিন নাহি জানি লোকমুখে নাহি শুনি যুবতিযৌবন এত ভারি। নিজ […] keyboard_arrow_right
  • করে ধরি রাই মন্দির মাহা আনল
    করে ধরি রাই মন্দির মাহা আনল দুহুঁ জন ভেল এক ঠাম। আগমনজনিত সকল দুখ কহতহিঁ মধুর বচন অনুপাম।। দুহুঁ জন মনোরথে ভোর। হুঁক অধরমধু দুহুঁ জন পীবই দুহুঁ দোঁহা কোরে আগোর।।ধ্রু।। কুসুমশেজ মাহা বিলসই দুহুঁ জন পূরল সব অভিলাষ। নিধুবন সমরে দুহুঁ পরবেশল কহ ঘনশ্যামর দাস।। keyboard_arrow_right
  • করে রাখি ফুলের বিছানায়
    করে রাখি ফুলের বিছানায়। আইল না মোর প্রাণবন্ধু যামিনী গোয়াইয়া যায়। সারা নিশি আশায় গেল প্রাণবন্ধু না আসিল গো। সুখের নিশি দুঃখে গেল রাও কাড়িয়াছে কুকিলায়।। সারা রাতি জ্বালাই বাতি আসবে বন্ধু আশা অতি রে কে করিবে আদর প্রীতি কাঁদে যদি রাধিকায়।। কার লাগি সাজাইলাম শয্যা প্রেম ফুলে মধুর খাঞ্চারে। এ কি বন্ধু দিলায় জ্বালা […] keyboard_arrow_right
  • কলধৌত কলেবর গৌর তনু
    কলধৌত কলেবর গৌর তনু। তছু সঙ্গ ও রঙ্গ নিতাই জনু।। কোটি কাম জিনে কিয়ে অঙ্গছটা। অবধৌত নিরাজিত চন্দ্রঘটা।। শচীনন্দন কণ্ঠে সুরঙ্গমালা। তাহে রোহিণীনন্দন দীগ আলা।। গজরাজ জিনি দোন ভাই চলে। মকরাকৃতিকুণ্ডল কর্ণে দোলে।। মুনি ধ্যান ভুলে সতীধর্ম টলে। জ্ঞানদাস আশ তছু পাদতলে।। keyboard_arrow_right
  • কলধৌত কলেবর গৌরতনু
    কলধৌত কলেবর গৌরতনু। তছু রঙ্গ তরঙ্গ নিতাই জনু।। কোটি কাম জিনী কিয়ে অঙ্গছটা। অবধূত বিরাজিত চন্দ্রঘটা।। শচিনন্দন কণ্ঠে সুরঙ্গ মালা। তহিঁ রোহিণিনন্দন দীগ আলা।। গজরাজ জিনী দুন ভাই চলে। মকরাকৃতি কুণ্ডল গণ্ডে দোলে।। মুনি ধ্যান ভুলে সতিধর্ম্ম টলে। জগতারণ কারণ বিন্দু বলে।। keyboard_arrow_right
  • কলধৌত-কান্তি কলেবর গোরি
    কলধৌত-কান্তি কলেবর গোরি। কাণ্ডক কত দুখ না জানসি থোরি।। কৈতব না কহ এ তুয়া কান। কোপে করসি তুঁহু কত মত ভান।। কুসুমিত কাননে জাগলুঁ তুয়া লাগি। কেবল করণ উচিত হিয়ে লাগি।। কুসুমক হার কয়লুঁ কত রাধে। কণ্ঠে করসি যদি পূরয়ে সাধে।। কপট না কর ইথে কোপিনি থোর। কাতর অন্তর না করহ মোর।। কামিনি কু-করম কতয়ে […] keyboard_arrow_right
  • কলধৌতবরণ যে সুবল গোপাল
    কলধৌতবরণ যে সুবল গোপাল। কমল জিনিয়া অতি নয়ন বিশাল।। কনকবরণ ধটী কটির শোভন। ক্ষুদ্রঘণ্টিসারি তাহে বাজে রনঝন।। চাঁচর চিকুর চূড়া টালনি কপালে। বেড়িয়া ঝাপনি তাহে নব গুঞ্জামালে।। সর্বাঙ্গ ভূষিয়া শোভে নানা অলঙ্কার। মত্ত করিবর জিনি গমন সঞ্চার।। উরপর দোলে লোল তুলসীর দাম। ভূবনমোহন রূপ অতি অনুপাম।। করেতে মুরলী ধরে কনকরচিত। দেখিতে দেখিতে আঁখি আনন্দে পূর্ণিত।। keyboard_arrow_right
  • কলপ তরুর ছায় মদনমোহন রায়
    কলপ তরুর ছায় মদনমোহন রায় বামে ধনি উজোর বদন। বিজুরি জিনিয়া গা ঠমকি ফেলিছে পা গোপী নাচে কর‍্যাছে মগন।। নানা তানা নানা নানা গান করে গোপী সব মৃদঙ্গ বাজয়ে অনুপাম। রাধার বদন হেরি অতি রসে ফিরি ফিরি নাচত নবঘন শ্যাম।। আনন্দে নাহিক ওর সব সখিগণ ভোর কুন্দলতা আনন্দে হিল্লোল। দুহুঁ দুহাঁর মুখ হেরি নাচত ফিরি […] keyboard_arrow_right
  • কলয়তি নয়নং দিশি দিশি বলিতম্
    কলয়তি নয়নং দিশি দিশি বলিতম্। পঙ্কজমিব মৃদু-মারুত-চলিতম্।। কেলী-বিপিনং প্রবিশতি রাধা। প্রতিপদ-সমুদিত-মনসিজ-বাধা।।ধ্রু।। বিনিদধতী মৃদু-মন্থর-পাদম্।। রচয়িত কুঞ্জর-গতিমনুবাদম্।। জনয়তু রুদ্র-গজাধিপ-মুদিতম্। রামানন্দ-রায়-কবি-গদিতম্।। keyboard_arrow_right
  • কলহ করিয়া ছলা আগে পহু চলি গেলা
    কলহ করিয়া ছলা আগে পহু চলি গেলা ভেটিবারে নীলাচল রায়। বিচ্ছেদে ভকতগণ হইয়া বিষণ্ণ মন পদচিহ্ন অনুসারে ধায়।। নিতাই বিরহে নয়ান ভেল অন্ধ। আঠারনালাতে কাঁদি কাঁদি যান পথে নিত্যানন্দ অবধুতচন্দ্র ।। সিংহদ্বারেতে গিয়া মরম বেদন পাইয়া দাঁড়াইল নিত্যানন্দ রায়। সভে অতি অনুরাগী উদ্দেশ পাবার লাগি নীলাচলবাসীরে শুধায়।। জম্বুনদ স্বর্ণ জিনি গৌর বরণ খানি অরুণ চরণ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ